নিজস্ব সংবাদদাতা, নিউটাউন:-▪ করোনার জন্য আজ ও আগামীকাল দুদিন নিউটাউনের বিভিন্ন মার্কেট ও হকার বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিল এন কে ডি এ কর্তৃপক্ষ। সকাল থেকে চলছে পুলিশের কড়া নজরদারি। পাশাপাশি কেউ মাস্ক ছাড়া বেরোচ্ছে কিনা দেখা হচ্ছে। তাদের হাতে মাস্ক তুলে দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে।
আবাসিকদের দাবি, শনি ও রবিবার নিউটাউনের মার্কেট ও বাজারগুলিতে ভীষন ভিড় হয় , সেখানে করোনার সংক্রমন ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে যায় । এই বিষয়ে নিয়ে আবাসিকদের পক্ষ থেকে এনকেডিএ কর্তৃপক্ষ কে জানানো হয়। আলোচনার পর অবশেষে এন কে ডি এ এর যে ১২ টা মার্কেট আছে এবং যে কটা হকার বাজার আছে সবই শনি ও রবিবার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় এন কে ডি এ কর্তৃপক্ষ। আজ ও আগামীকাল নিউটাউনের সমস্ত মার্কেট ও বাজার রাখার জন্য পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।