দিল্লী : – কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সতর্কতা জারি করল ভালভযুক্ত এন-৯৫ মাস্ক ব্যবহার নিয়ে।এই প্রসঙ্গে তারা প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠি পাঠিয়েছেন , এটি ব্যবহারে ক্ষতিও হতে পারে এমনটাই উল্লেখ আছে ।
ডি জি এইচ এস রাজীব গর্গের তরফে স্বাস্থ্য মন্ত্রকের সাইটের কথা উল্লেখ করা হয়েছে চিঠিতে। যেখানে বাড়িতে মাস্ক তৈরির নির্দেশিকা দেওয়া রয়েছে।বলা হয়েছে, কোনও এন-৯৫ মাস্কে ভালভ-রেসপিরেটর থাকলে সেটি মুখাবরণী থেকে বেরিয়ে আসা ভাইরাসকে রুখতে সক্ষম নয়। ফলে এটি ক্ষতিকারক।স্বাস্থ্যমন্ত্রকের বার্তায় বলা হয়েছে বাড়িতে সুরক্ষিত মাস্ক তৈরি করার কথা যাতে মুখ ও নাক সেই মাস্কে সম্পূর্ণ রূপে আবৃত থাকে। ভাইরাসের প্রবেশ আটকানোই হল মাস্কের মূল লক্ষ্য। সঠিক মাস্ক পরলে সেটি সম্ভব। ভালভ-রেসপিরেটর যুক্ত মাস্ক ভাইরাসের প্রবেশ পথ আটকাবে ,কিন্তু শ্বাস ছাড়ার সময় তো জীবাণু ভালভের মাধ্যমে বাইরে বেরিয়ে যাবে। তাই যিনি ভালভযুক্ত মাস্ক পরছেন, তিনি নিরাপদ কিন্তু তাঁর শ্বাস ছাড়ার সময় জীবাণু বাইরে বেরিয়ে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা বাড়িয়ে দেবে।