নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- বাজার থেকে সবজি বিক্রি করে বাড়ি যাওয়ার পথে তিন মাসের অন্তঃসত্ত্বা মহিলাকে পেটে লাথি মেরে তার কাছ থেকে দুই হাজার টাকা নিয়ে পালাল দুষ্কৃতীরা। মেয়েকে মার খেতে দেখে বৃদ্ধা মা বাঁচাতে গেলে দুষ্কৃতীদের হামলায় তিনিও আক্রান্ত হন। আক্রান্ত হন প্রতিবেশী আরেক মহিলা।
ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার ৫২বিঘা কৃষ্ণনগর এলাকায়। আক্রান্ত ওই অন্তঃসত্ত্বা গৃহবধূর নাম ফুলন মন্ডল। তার মায়ের নাম পার্বতী মন্ডল এবং আরেকজন প্রতিবেশী মহিলা অনিতা মন্ডল। এরা তিনজনেই ভ্যানে করে ইংরেজবাজার শহরের সানি পার্ক এলাকায় সবজি বিক্রি করে। এদিন সবজি বিক্রি করে বাড়ি যাওয়ার পথে মাঝ পথে এলাকার দুষ্কৃতীরা তাদের পথ আটকায় বলে অভিযোগ। এরপর তাদের মারধোর করে দুই হাজার টাকা নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তড়িঘড়ি অবস্থায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে। জানা গেছে ঘটনায় ইংলিশ বাজার থানায় অভিযুক্তদের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনায় বিষয়টি নিয়ে ইংলিশবাজার থানার পুলিশ তদন্তে নেমেছে।