
নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর:- ডাম্পার ও বাসের মুখোমুখি সংঘর্ষে আহত বেশ কয়েক জন বাসযাত্রী, ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি এন এইচ ১১৬ বি কাঁথি গায়াগিরি বাস স্ট্যান্ডের কাছে। জানা গেছে কলকাতা গামী একটি বেসরকারি বাসের একদম মুখোমুখি চলে আসে কাঁথিগামী একটি ডাম্পার। আর তার পরেই ঘটে বিপত্তি। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নায়নযুলিতে নেমে যায়। এরপর স্থানীয় বাসিন্দারা আহত যাত্রীদের উদ্ধার করে। এর ফলে এন এইচ ১১৬ বি তে কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দিলে যান চলাচল শুরু করে।



















