প্রয়াত কিংবদন্তি নৃত্যশিল্পী অমলাশঙ্কর

প্রয়াত কিংবদন্তি নৃত্যশিল্পী অমলাশঙ্কর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কলকাতা,২৪ জুলাই :- ২০২০ তে আরো এক নক্ষত্র পতন। শুক্রবার ভোরে সকলকে বিদায় জানিয়ে চির ঘুমের দেশে চলে গেলেন কিংবদন্তি নৃত্যশিল্পী অমলাশঙ্কর।বার্ধক্যজনিত কারণেই অমলাশঙ্করের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তাঁর নাতনি শ্রীনন্দা। গত মাসেই তাঁর পরিবার তাঁর ১০১ বছরের জন্মদিন পালন করেন।তাঁর মৃত্যুর সাথে সাথে যেন এক যুগের অবসান হলো।

ভারতীয় নৃত্যশিল্প জগৎ কে বিশ্বের দরবারে এক অন্য জায়গায় নিয়ে গেছিলেন অমলাশঙ্কর এবং ওনার স্বামী উদয়শংকর ।আজ সকালে শ্রীনন্দা শঙ্কর সোশ্যাল মিডিয়ায় অমলাশঙ্করের মৃত্যুর খবর প্রকাশ করেন। স্বভাবতই তাঁর মৃত্যুতে শোকের ছায়া শিল্পী মহলে।

১৯১৯ সালের ২৭ জুন অবিভক্ত বাংলাদেশের যশোরে জন্ম অমলাশঙ্করের। ছোট্ট বয়স থেকেই প্রতিভার বিচ্ছুরণ ঘটে তাঁর। মাত্র ১১ বছর বয়সে প্যারিসের ইন্টারন্যাশনাল কলোনিয়াল এগজিবিশনে অংশগ্রহণ করেন তিনি। সেখানেই উদয় শঙ্করের সঙ্গে আলাপ অমলার ।তার পরেই উদয়শঙ্করের কাছে তালিম নিতে শুরু করেন তিনি। উদয়শঙ্করের ডান্স গ্রুপের সঙ্গে দেশ-বিদেশে ঘুরে অনুষ্ঠান করেন তিনি । মাত্র ১৯ বছর বয়সে উদয়শঙ্করের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অমলা। এরপর বিশ্বের বিখ্যাত নৃত্যশিল্পী জুটিদের মধ্যে অন্যতম হয়ে ওঠেন তাঁরা।উদয়শঙ্কর পরিচালিত ছবি ‘কল্পনা’য় উমার চরিত্রে অমলার নৃত্যাভিনয় দেশ-বিদেশে প্রশংসিত হয়।কান চলচ্চিত্র উৎসবে দেখানো হয় সেটি।নৃত্যের পাশাপাশি ছবি আঁকাতেও যথেষ্ট পারদর্শী ছিলেন তিনি।তাঁর মৃত্যুতে শিল্পী মহলে এক গভীর শূন্যস্থানের সৃষ্টি হল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top