দিঘা মোহনা বাজারে এল প্রায় ৭৮০ কেজি ওজনের মাছ।

দিঘা মোহনা বাজারে এল প্রায় ৭৮০ কেজি ওজনের মাছ।

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর:- সোমবার সকাল নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দিঘা মোহনা বাজারে এল বিশালাকায় একটি চিল শংকর মাছ। মৎস্য জীবী সূত্রে জানা গেছে ওই চিল শংকর মাছটির ওজন প্রায় ৭৮০ কেজি। সোমবার সকালে ওই চিল শংকর মাছটি দিঘা মোহনার পাইকারী বাজারে বিক্রীর জন্য নিয়ে আসা হয়। এই ধরণের মাছ সচরাচর দেখা মেলে না বলে মৎস্য জীবী সূত্রে জানা গেছে।ওই চিল শংকর মাছটিকে দেখতে যথেষ্ট ভীড় জমে যায় বাজারে। সেই সময় মাছের বাজারে আসা অনেকেই ওই বিশাল আকার চিল শংকর মানুষটিকে ক্যামেরা বন্দি করে রাখেন। বেশ কিছু পর্যটকও সেই সময় মাছটিকে দেখতে ছুটে যান। মাছটিকে এদিন নিলামে বিক্রী করা হয়েছে বলে মৎস্যজীবিদের সূত্রে জানা গেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top