আগামী ৫ আগস্ট অযোধ্যায় রামমন্দিরের ভূমিপুজোর উদ্বোধনী অনুষ্ঠানের ছবি ফুটে উঠবে নিউ ইয়র্কের ঐতিহ্যশালী টাইমস স্কোয়ারের বড় পর্দায়।

আগামী ৫ আগস্ট অযোধ্যায় রামমন্দিরের ভূমিপুজোর উদ্বোধনী অনুষ্ঠানের ছবি ফুটে উঠবে নিউ ইয়র্কের ঐতিহ্যশালী টাইমস স্কোয়ারের বড় পর্দায়।

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নয়াদিল্লি: আগামী ৫ আগস্ট অযোধ্যায় রামমন্দিরের ভূমিপুজোর উদ্বোধনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের প্রধান মন্ত্রী থেকে শুরু করে সকল বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব।আমেরিকান ইন্ডিয়া পাবলিক অ্যাফেয়ার্স কমিটির প্রেসিডেন্ট জগদীশ শেওয়ানি জানিয়েছেন ৫ আগস্ট সারাদিন ধরেই নিউ ইয়র্কের ঐতিহ্যশালী টাইমস স্কোয়ারের বড় পর্দায় রামমন্দিরের থ্রিডি পোর্ট্রেট ও শ্রী রামের ছবি দেখানো হবে।তিনি বলেন, নিউ ইয়র্কে ওই ঐতিহাসিক মুহূর্তকে আমরা উদযাপন করব। এর জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গেছে। অযোধ্যায় রামমন্দিরে ভূমিপুজো শুরু হবে সকাল আটটায় চলবে রাত ১০ টা পর্যন্ত। একই সময়ে টাইমস স্কোয়ারে এলইডি স্ক্রিনে হিন্দি ও ইংরেজিতে ‘জয় শ্রীরাম’ লেখা ভেসে উঠবে। রামের বিভিন্ন ছবি ও ভিডিও দেখানো হবে গোটা দিনজুড়ে। সেই সঙ্গে ভূমিপুজোর বিভিন্ন ছবি ও মন্দিরের প্রতিকৃতির থ্রিডি চিত্র ঘুরিয়ে ফিরিয়ে দেখানো হবে নিউ ইয়র্কের এই জনপ্রিয় স্থানে। পাশাপাশি, সেখানে মিষ্টি বিতরণেরও পরিকল্পনা করা হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top