নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর:- দিন দুপুরে মোটর বাইকের ডিকি ভেঙে চার লক্ষাধিক টাকা নিয়ে পালালো দুষ্কৃতী। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ইসলামপুর বাজারে। অভিযোগ, এক যুবক ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ইসলামপুর শাখা থেকে ওই টাকা তুলে এইচডিএফসি ব্যাংকের সামনে আসেন অন্য একটি কাজের জন্য। সেখানে একটি দোকান থেকে ফিরে দেখেন মুহূর্তেই বাইকের ডিকি খুলে লুট হয়ে গেছে তার সমস্ত টাকা ।সংশ্লিষ্ট বিষয়ে তিনি ইসলামপুর পুলিশের দ্বারস্থ হয়েছেন। স্থানীয় এলাকার সাব্বির আলম নামের ওই যুবক জানান, তার কাছে চার লক্ষ চল্লিশ হাজার টাকা ছিল, চা বাগানের শ্রমিকদের মজুরি দেবার জন্য ব্যাংক থেকে সেটা তুলেছিলেন তিনি। ব্যাংক অফ ইন্ডিয়া থেকে ওই টাকা তুলে তিনি মোটর বাইকের ডিকিতে রাখেন। তাকে সম্ভবত কেউ অনুসরণ করছিল, আর এরপরই এই ঘটনা। এলাকায় পৌঁছে তদন্ত শুরু করেন ইসলামপুর থানার পুলিশ।