নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি:- রাখী পূর্ণিমা উপলক্ষে শিলিগুড়ি ইউনিক সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির মহিলা সদস্যরা বেশ কয়েকজনের হাতে রাখি পরিয়ে এই দিনটি উদযাপন করলেন। অন্যদিকে, হাতিয়া ডাঙার বাসিন্দা বিনয় শর্মার হাতে রাখী পড়িয়ে তাকে স্বনির্ভর করতে বিনয় বাবুর হাতে উপহার স্বরূপ একটি ট্রাইসাইকেল দেওয়া হয় ইউনিক টিমের তরফে। জানা গিয়েছে, প্রায় ৮ বছর আগে একটি দূর্ঘনায় একটি পা হারান বিনয় বাবু। এরপর তার জীবিকা বলতে ছিল ছোটো একটি চায়ের দোকান। তবে লকডাউনের জেরে সেটাও প্রায় বন্ধ। তাই তাকে স্বনির্ভর করতে রাখি পূর্নিমার দিন এই উপহার তুলে দেওয়া হয় ইউনিক টিমের তরফে।
ভাইকে স্বনির্ভর করতে রাখী পূর্ণিমার উপহার স্বরূপ ট্রাইসাইকেল দেওয়া হল ইউনিক টিমের তরফে ।
ভাইকে স্বনির্ভর করতে রাখী পূর্ণিমার উপহার স্বরূপ ট্রাইসাইকেল দেওয়া হল ইউনিক টিমের তরফে ।
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram