
নিজস্ব সংবাদদাতা , কলকাতা : বৈদিক ভিলেজের নিরাপত্তা রক্ষীর পচা গলা মৃত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।সূত্রের খবর নিরাপত্তা রক্ষীর পোশাক পরা অবস্থায় দেহ উদ্ধার করা হয়েছে ।পাঁচ দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন ।পাঁচ দিন আগে কাজে যোগ দিয়েছিল বলে খবর।তার পর থেকেই নিখোঁজ ছিলেন ।আজ সকালে রাজারহাট এলাকায় মাঠের মধ্যে জঙ্গলে মৃতদেহ পরে থাকতে দেখে পুলিশ কে খবর দেন স্থানীয়রা। মৃত ব্যক্তির নাম খগেন্দ্র নাথ মন্ডল ।রাজারহাট শিখর পুরের বাসিন্দা তিনি ।ঘটনার তদন্তে রাজারহাট থানার পুলিশ।পরিবারের অনুমান খুন করা হতে পারে ওই ব্যক্তিকে ।মৃতদেহের পাশে মদের বোতল ও কাপ উদ্ধার করেছে পুলিশ ।তবে এখানে বসে মদ খাওয়ার পর মৃত্যুর ঘটনা ঘটেছে নাকি বাইরে থেকে মৃতদেহ এনে ফেলা হয়েছে তা নিয়ে তদন্তে পুলিশ।



















