
নিজস্ব সংবাদদাতা , মালদা: আবারো শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ সকালে উত্তর দিনাজপুর যাওয়ার আগে মালদা জেলার ইংরেজবাজার পুর এলাকার টাউন হলের সামনে প্রাতঃভ্রমন করেন তিনি। এরপর ওই এলাকার এক সংলিষ্ট চায়ের দোকানে বসে আড্ডা দেন দিলীপবাবু। পরে তিনি সাংবাদিকদের বলেন পথ চলতি জনগণের সাথে সরাসরি যোগাযোগের জন্য এই চা চক্র।রাজ্যের শাসকদলের চোখ রাঙানির জন্য সাংগঠনিক শক্তি কিছুটা কমেছে। সংখালঘু এলাকায় এখনও বুথ কমিটি করতে পারে নি বিজেপি যদিও সেই চেষ্টা চলছে এমনটাই মত দিলীপ বাবুর । করোনা ভাইরাস প্রতিরোধ নিয়ে রাজ্য সরকারের ভুমিকার কড়া সমালোচনা করেন তিনি।



















