নিজস্ব সংবাদদাতা, বীরভূম: একুশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে রাজনৈতিক জমি দখলের লড়াই। বর্তমান করোনা আবহেও শাসক এবং বিরোধী কোনো রাজনৈতিক দলই একে অন্যকে বিনা লড়াইয়ে এক ইঞ্চি জমি ছেড়ে দিতে নারাজ। আর এই জমি লড়াইয়ে রাজনৈতিক দলগুলি নেমে পড়েছে প্রচার, কর্মীসভা এবং অন্যান্য কর্মসূচিতে। আর এই কর্মসূচিগুলির অঙ্গ হিসাবেই বোলপুরে ছিল বিজেপির ‘আমার পরিবার, বিজেপি পরিবার’ কর্মসূচি । তারই প্রাক্কালে সাংবাদিক বৈঠক করা হয় বিজেপির তরফ থেকে।
বিজেপির এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সহ-সভাপতি তথা রাঢ়বঙ্গের পর্যবেক্ষক রাজু বন্দ্যোপাধ্যায়। কর্মসূচি শেষে বীরভূমের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজু বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের কখনও নাম করে, কখনো আবার নাম না করে নানা কটাক্ষ করেন। আর এই কটাক্ষের মধ্যেই উঠে আসে সদ্য উত্তরপ্রদেশে এনকাউন্টার হওয়া ডন বিকাশ দুবের প্রসঙ্গ। মূলত এদিন তিনি বিকাশ দুবের এনকাউন্টারের সাথে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের তুলনা করেন।
বিজেপি নেতা রাজু বন্দোপাধ্যায় জেলার সার্বিক পরিস্থিতি প্রসঙ্গে বলেন যে সারা ভারতবর্ষে প্রায় ৭০০-র বেশি জেলা আছে। কিন্তু বীরভূমের অবস্থা কাশ্মীরের জেলা অনন্তনাগ, কুপওয়ারার সাথেও তুলনা করতে পারবেন না। কারণ ওখানে রোজ বোম-গুলি চলে না। কিন্তু এই বীরভূমে দেখবেন কোথাও না কোথাও নানুর বলুন, পাঁড়ুই বলুন, দুবরাজপুর বলুন, ইলামবাজার বলুন, সিউড়ি বলুন রোজ বোমা-গুলি চলছে, মা বোনেদের ইজ্জত লুটছে, তোলাবাজি চলছে, গুন্ডারাজ চলছে। অর্থাৎ কাশ্মীরের থেকেও অবস্থা খারাপ হয়ে গেছে বীরভূমের।
এর পাশাপাশি তিনি নাম না করেই কটাক্ষ করেন অনুব্রত মন্ডল কে ,তিনি বলেন যে ভারতীয় জনতা পার্টি আগামী দিনে ক্ষমতায় এসে বীরভূমকে যেমন ঠান্ডা করবে, ঠিক তেমনই গোটা পশ্চিমবঙ্গ জুড়েই শান্তির বাতাবরণ নিয়ে আসবে। তার মতে বিজেপি যদি হিংসার পথে নামতো তাহলে বীরভূমে এতদিন ওই নেতা আর থাকত না।বিজেপি হিংসায় বিশ্বাস করে না। তারা সংবিধানের উপর বিশ্বাস করে আর মানুষের শক্তির উপর বিশ্বাস করে। রাজু বন্দ্যোপাধ্যায় এদিনের সাংবাদিক বৈঠকে মমতা ব্যানার্জী এবং অভিষেক ব্যানার্জি কেও আক্রমণ করেন। তিনি বলেন সাহস থাকলে পুলিশকে সরিয়ে আমাদের সাথে লড়ুক। পঞ্চায়েত ভোটের প্রসঙ্গ টেনে রাজু বাবুর বক্তব্য কাশ্মীরের থেকেও ভয়ঙ্কর অবস্থা বীরভূমে । নাম না করে বিকাশ দুবের সঙ্গে তুলনাও করেন তিনি।
বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের এদিনের মন্তব্যকে কটাক্ষ করে পাল্টা বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল নিজস্ব স্টাইলে বলেন অনেকেই আসে আবার চলেও যায় আলাদা করে গুরুত্ব দেওয়ার কিছু নেই।