নিজস্ব সংবাদদাতা , দুর্গাপুর :-▪ মোবাইলে ব্যস্ত মা আর সেই সুযোগে বাড়ির পিছনে আনন্দপুরে দামোদর ক্যানেলের জলে তলিয়ে গেল সাড়ে ৩ বছরের শিশু। সকাল আটটার সময় ক্যানেলের ধারে মুখ ধুতে গিয়ে পা পিছলে ক্যানেলের জলে পড়ে যায় শিশু । পাস পাশে কেউ না থাকায় তলিয়ে যায় জলে।৫ ঘন্টা পর মহকুমা প্রশাসনের তৎপরতায় বিপর্যয় মোকাবিলা দল শিশুটিকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করে। বাবা পেশায় বাইরে গাড়ি চালায় । পিসির অভিযোগ, প্রায় সময়ই ফোন নিয়ে ব্যস্ত থাকত তার মা। সে কারণেই এই মর্মান্তিক পরিণতি হল । এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলর চন্দ্র শেখর বন্দ্যোপাধ্যায়।তিনি জানান বারে বারে স্থানীয় লোকজনকে সর্তকতা করা হয় ক্যানেলের থেকে ছেলেমেয়েদের সাবধানে রাখুন। তা সত্ত্বেও এই ঘটনা। স্থানীয় দের আবারো সতর্ক করেন তিনি ।