নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি :- বাজারে আসা ক্রেতা ও বিক্রেতাদের মুখে মাস্ক না থাকলে হবে জরিমানা। এমনটাই জানানো হয় আজ বিভিন্ন বাজার কমিটির সাংবাদিক বৈঠকে। এছাড়াও বিধান মার্কেট সহ অন্যান্য বাজার খুলতে কিছু বিধি নিষেদের কথা জানানো হয়।
স্টেট গেস্ট হাউজে জেলাশাসকের সঙ্গে বিভিন্ন বাজার কমিটির বৈঠকে বলা হয়, মুখে মাস্ক না থাকলে প্রশাসনের তরফে ব্যবস্থা নেওয়া হবে গ্রেপ্তারও হতে পারে বলে জানানো হয়। বাজারের সবার র্যাপিড টেস্টের কথা বলা হয় তবে, সরকারি বিধির কারনে লালারস বাজারে সংগ্রহ করা সম্ভব হবে না। পাশাপাশি সাত দশদিন অন্তর অন্তর সম্পূর্ন বাজার স্যানিটাইজ করার আবেদনও জানানো হয়েছে। এছাড়া সকাল ৭ টা থেকে রাত ৯ টা অবধি বাজার খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই সমস্ত বিধি মেনেই আগামীতে কমিটির তরফে বাজারগুলিতে অভিযান চালানো হবে।