নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর:- বিয়ে ঠিক হওয়ার পর আচমকাই প্রেমিক ফোন করে প্রেমিকাকে জানিয়ে দেয় সে বিয়ে করতে পারবেনা। এরপরই প্রেম ও বিয়েতে প্রত্যাখ্যাত হয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করল প্রেমিকা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের কাঞ্চনপল্লীতে। মৃতা কিশোরীর পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত প্রেমিক পলাশ কুণ্ডর নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কিশোরীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
সূত্রের খবর প্রেমিকা রায়গঞ্জ শহরের কাঞ্চনপল্লীর বাসিন্দা এক কিশোরী আর প্রেমিক হুগলির তাড়কেশ্বরের বাসিন্দা পলাশ কুণ্ড। এরপর একদিন তারা দুজনেই বাড়ি থেকে পালিয়ে যায়। মালদহ স্টেশনে জি আর পি পুলিশ তাদের ধরে দুই পরিবারের হাতে তুলে দেয়। ঘটনার কিছুদিন পর পরিবারের সদস্যরা আলাপ আলোচনা করে ওই প্রেমিক প্রেমিকার সামাজিক ভাবে বিয়ে দেওয়া স্থির করে। বুধবার রাতে তারকেশ্বর থেকে প্রেমিক পলাশ আচমকাই ওই কিশোরীকে বিয়ে করবে না বলে জানিয়ে দেয়। প্রেম ও পরিনয়ে প্রত্যাখ্যাত হয়ে প্রেমিকা কিশোরী গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়। বৃহস্পতিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় ওই কিশোরীর। কিশোরীর মৃত্যুতে প্রেমিক পলাশকে দায়ী করে মৃতার পরিবারের লোকজন। দোষীর কঠোরতম শাস্তির দাবি জানিয়েছে মৃতা কিশোরীর পরিবার।