নিজস্ব সংবাদদাতা, কোলকাতা ,১৪ ই আগস্ট :মুখ্যমন্ত্রী কে গণ ডেপুটেশন দেওয়ার উদ্দেশ্যে অভিভাবক দের জমায়েত হাজরা মোড়ে । ২০শে জুলাইয়ের সরকারের বক্তব্যকে মান্যতা দিতে হবে বেসরকারি স্কুলগুলোকে – ঠিক এমন দাবি নিয়ে শুক্রবার হাজরা মোড়ে জমায়েতকরলেন ইউনাইটেড গার্ডিয়ান এসোসিয়েশনের প্রায় শদুয়েকের বেশী অভিভাবক।উদ্দেশ্য মূখ্যমন্ত্রীকে ডেপুটেশন দেওয়া।কোভিড পরিস্থিতিতে অনেক অভিভাবক তাদের রোজগার হারালেও বেসরকারি বেশীরভাগ স্কুল অতিরিক্ত ফি-র নামে অভিভাবকদের উপর আর্থিক বোঝা চাপিয়ে দিচ্ছে ।
তাই এই ব্যাপারে মূখ্যমন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজনীয় এমনটাই দাবি তাদের। অভিভাবকদের দাবি মূখ্যমন্ত্রীর এলাকাটি কন্টেনমেন্ট জোন হওয়ায় ভবানীপুর থানার পুলিশ তাদের সাথে যোগাযোগ করেন ও তাদের ডেপুটেশন নবান্নে মূখ্যমন্ত্রীর দফতরে পৌছেদেওয়ার আশ্বাস দেন । অভিভাকদের ৫ সদস্যের প্রতিনিধি দল ভবানীপুর থানায় যায় ও ডেপুটেশন জমা দেয়।তার আগে তারা ভবানীপুর থানার বাইরে প্রতিবাদ সভা করেন তারা।