চুয়াত্তরেও সেই একই প্রশ্ন??

চুয়াত্তরেও সেই একই প্রশ্ন??

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

আজ স্বাধীনতা দিবস। দেশ ৭৩ বছর পেরিয়ে ৭৪ বছরের দিকে এগিয়ে গেলো কিন্তু তাও সেই একটাই প্রশ্ন ‘আমরা কি স্বাধীন ?’। করোনা বা লকডাউন তো সাময়িক বা হয়তো সার্বিক ভাবে আগামী তে নিয়ে চলার সম্ভাব্য, কিন্তু চিরস্থায়ী যে ঘটনা সে তো আর উড়িয়ে দেওয়ার নয়। জন্ম থেকেই পরাধীন মানসিকতা কি আদৌ একদিনের উদযাপনে স্বাধীন মঞ্চ পাবে? যদি প্রশ্ন টা হয় দেশের তাহলে বরণীয় যাঁরা ‘স্মরণীয় তাঁরা’ নিঃসন্দেহে, কিন্তু দেশের জন্য কিছু করতে গেলে তাকে রাজনীতির রঙে রঙিন হতে হবে,এটা কি ঠিক কথা রাজামশাই ?? তা যাক, বিতর্কিত মন্তব্য আজ না হয় থাক। আজ আমার স্বাধীনতার কথা বলি।

‘পরের ধন’ হয়ে জন্ম নেওয়া আমি আজকেও পরাধীন। হাঁচি, কাশি, শ্বাস-নিঃশ্বাস নিজের ইচ্ছে তে নিতে পারলেও বাঁচতে পারলাম না আজও। জ্যোতিষীর ছকে বন্দি জীবনটায় নিজের প্রাধান্য পেলাম না।”ও কি ভাববে,এতে ওর খারাপ লাগতে পারে ” ভাবনা গুলো আমাকে স্বাধীন হতে দিলো না। আমি আজ সকাল থেকে রাত পরিশ্রম করি , আমি আজ কয়লা খাদানে,আমি আজ সায়েন্স ল্যাবে,আমি আজ নীল আকাশে ডানা মেলি,আমি রোজ রাতে অফিস থেকে বাড়ি ফিরে রান্নাঘরে সবার মুখের খাবার তুলে দেওয়ার চেষ্টায় আমার সব কষ্টকে দূরে ঠেলে রাখি। আমি দশমাস দশদিন নয় সারা জীবন যন্ত্রনা ভোগ করি।কখনো রুটি কখনো ভাত,কখনো পাঁচ তারা হোটেলের রাত,আমি সব জায়গায়, সব গল্পে, সব চরিত্রে ছিলাম,আছি থাকব। কিন্তু আজও আমি স্বাধীন হতে পারলাম না। আমি সীমান্তে পাহারা দিই,আমি পাঁচিলের ধরে ক্ষত বিক্ষত হয়ে পড়ে থাকি;আমি পুজোর অঞ্জলি তে মা কে শাড়ি দিয়ে প্রণাম করি আবার আমাকেই নগ্ন অবস্থায় দগ্ধ অবস্থায় নিঃশ্বেস হয়ে যেতে হয়। আমি বিহু, আমি বাউল, আমি গরবার ছন্দ, আমি নজরুল,আমি রবি ঠাকুর, আমিই ফুলের গন্ধ।

তবু , প্রশ্ন আজও আমি কি স্বাধীন ??

আমি নারী , আমি ভারতবর্ষ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top