নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি:- আজ শিলিগুড়ির বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে রাস্তায় পড়ে থাকা জাতীয় পতাকা সযত্নে তুললো শিলিগুড়ি ইউনিক সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা।
গতকাল ছিল ১৫ আগষ্ট, দেশের ৭৪তম স্বাধীনতা দিবস, তারপরের দিনই পতাকা রাস্তায় পড়ে থাকার দৃশ্য দেখা গেল শহর শিলিগুড়িতে। এদিন সকাল থেকেই এই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা বিভিন্ন জায়গায় ঘুরে পড়ে থাকা পতাকা সসম্মানে তুলে রাখলো। পাশাপাশি জাতীয় পতাকালে যথাযথ সম্মান দেওয়ার বার্তাও দিলেন তাঁরা।