নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- করোণায় আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। আজ সোমবার তার জন্মদিন কিন্তু তার করোনা আক্রান্ত হওয়ার খবর আসতেই জন্মদিনের অনুষ্ঠান বাতিল করা হয় । এই খবর ছড়িয়ে পড়তেই আজ সকাল থেকে গোলাপটি এলাকায় কৃষ্ণেন্দু বাবুর বাড়িতে তার অনুগামীদের ভিড় দেখা যায়।
জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রাক্তন মন্ত্রীর মঙ্গল কামনায় এবং জন্মদিনের শুভেচ্ছা জানাতে ফুলের তোড়া নিয়ে হাজির হন অনুগামী এবং দলীয় কর্মীরা। দলীয় কর্মী এবং অনুগামীদের হতাশ করে ফিরিয়ে না দিয়ে বাড়ির ব্যালকনি থেকেই অসংখ্য অনুগামীদের হাত নাড়িয়ে আমি ঠিক আছি এবং শুভেচ্ছা জানান কৃষ্ণেন্দু বাবু। তিনি আরো জানান তার সেরকম কোনো উপসর্গ নেই তাই তিনি হোম কোয়ারেন্টাইনে আছেন, কোনো সমস্যা হলে অবশ্যই হাসপাতালে ডাক্তারদের পরামর্শ নেবেন বলে জানান তিনি ।