নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪পরগনা :- বসিরহাট মহাকুমার হাড়োয়া ব্লক এর খাসবালান্ডা গ্রাম পঞ্চায়েতের তেতুল আটি গ্রামে প্রায় ৪০ ফুট বিদ্যাধরী নদীর বাঁধ ভেঙে যায় শুক্রবার দুপুর বেলায় । তেতুল আটি গ্রাম সহ বেশ কিছু গ্রামে নোনা জল ঢুকে পড়ায় প্রায় পাঁচ শতাধিক মানুষকে তেতুল আটি প্রাথমিক শিশু শিক্ষা কেন্দ্রে রাখা হয়েছে । তাদের জন্য পর্যাপ্ত পরিমাণে ত্রাণের ব্যবস্থা করা হয়েছে , বাচ্চাদের দুধ, বড়দের শুকনো খাবার ও রান্না করা খাবারের ব্যবস্থা করা হয়েছে ।
প্রশাসনের তরফ থেকে হাড়োয়া ব্লক এর সহ-সভাপতি নুরুল ইসলাম মোল্লা সহ বেশ কিছু স্থানীয় নেতৃত্বর মাধ্যমে এই উদ্যোগ নেওয়া হয়েছে । ইতিমধ্যে বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে স্থানীয় পঞ্চায়েত প্রশাসন ও সেচ অধিদপ্তর। বহু গ্রামের ঘরে নোনা জল ঢুকে ক্ষতিগ্রস্ত হচ্ছে কাঁচাবাড়ি এবং ঘরে মজুদ করা খাবার। সব মিলিয়ে নতুন আতঙ্কের মুখে গ্রামের মানুষ।