
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি::- শিলিগুড়িতে করোনা আবহের মধ্যে পূজিত হচ্ছে সিদ্ধিদাতা গণেশ পুজো। ১৪ বছরের পুরোনো পুজো এই বছর সংক্রমণের জেরে খুবই সাধারণ ভাবে পালন করছে বিধান রোড গণেশ পুজো কমিটি। শিলিগুড়ি শহরের অন্যান্য পুজোর মধ্যে বিশেষ আকর্ষণ এই সিদ্ধিদাতা গণেশ পুজো। শহরের বিভিন্ন জায়গা থেকেই বিধান রোডের গণেশ পুজো দেখতে উপচে পরতো ভিড়। তবে এ বছর ছোট্ট প্যান্ডেলের মধ্যে পুজো করার সিদ্ধান্ত নিয়েছে কমিটি। শুধু তাই নয় গত বছরের গচ্ছিত অর্থ দিয়েই এবারে গণেশ আরাধনার সিদ্ধান্ত নিয়েছে বিধান রোড গণেশ পুজো কমিটি।



















