নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪পরগণা :- বহু দিন ধরে ঠিক মতো রেশন পাচ্ছে না বাসন্তী থানার ফুল মালঞ্চ গ্রাম পঞ্চায়েতের ডাকাতিয়া গ্রামের পরিযায়ী শ্রমিকরা। এই নিয়ে অনেক অভিযোগ জানানো সত্ত্বেও কোনো মীমাংসা হয়নি। আজ সকালে তারা বিক্ষোভ দেখালো পঞ্চায়েত সদস্যার স্বামী বাসুদেব মন্ডলকে ঘিরে । তাদের বক্তব্য যেখানে রাজ্য সরকার থেকে বিভিন্ন পরিযায়ী শ্রমিকদের রেশন এর মাধ্যমে খাদ্যসামগ্রী সরবরাহ করছে সেখানে এই এলাকায় পঞ্চায়েত সদস্যা অরুনিমা মন্ডল সেই সরবরাহ ব্যাহত করছে। তার বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ করছে এলাকাবাসী। পরিযায়ী শ্রমিক এই ঘটনায় রেশন দোকান বন্ধ করে বিক্ষোভ দেখান পঞ্চায়েত সদস্যার স্বামীকে ঘিরে। অবশেষে তিনি বিক্ষোভের মুখে পড়ে আশ্বাস দেন পরিযায়ী শ্রমিক কিভাবে রেশন দেওয়া যায় তার ব্যবস্থা করবেন।
রেশন না পাওয়ায় পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভ পঞ্চায়েতের সদস্যের স্বামীকে ঘিরে।
রেশন না পাওয়ায় পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভ পঞ্চায়েতের সদস্যের স্বামীকে ঘিরে।
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram