
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর :- কাঁকসার থানার অন্তর্গত গোপালপুরের রমেশ সাউ নামে এক ব্যক্তি শনিবার সন্ধ্যায় স্থানীয় একটি পুকুরের জলে তলিয়ে যায়।তাঁর বয়স আনুমানিক ৪০। রবিবার সকালে এলাকাবাসী এবং পুলিশের তৎপরতায় উদ্ধার হলো তাঁর দেহ। স্থানীয়দের দাবি, গতকাল সন্ধ্যার দিকে গোপালপুরের শ্মশানের পাশের পুকুরে হাঁস খুঁজতে জলে নামেন তিনি এবং পদ্মপাতার কাঁটায় আটকে জলে ডুবে যাই ওই ব্যক্তি। গতকাল সন্ধ্যাতেই এলাকাবাসীরা এবং কাঁকসা পুলিশ পুকুরে খোঁজার চেষ্টা করলেও সন্ধ্যে নেমে আসায় তল্লাশি ব্যর্থ হয়। রবিবার সকালে এলাকাবাসীর এবং পুলিশের তৎপরতায় উদ্ধার হয় দেহ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুতে শোকের ছায়া এলাকায়।



















