নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ :- বহরমপুর টেক্সটাইলের মোড়ে ভারতের ছাত্র ফেডারেশন মুর্শিদাবাদ জেলা কমিটির ডাকে শিক্ষার দাবি নিয়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখালো এস এফ আই। দাবিগুলি ছিলো , প্রথমত, নির্দিষ্ট করে দেশের শিক্ষানীতি যেটা সরকার পেশ করেছে সেটা বাতিল করতে হবে । দ্বিতীয়ত , বিশ্ববিদ্যালয় কাজ শুরু করতে হবে । এবং কলেজ এর ভর্তি ফি মুকুব করতে হবে । বিভিন্ন দাবি নিয়ে দূরত্ব বজায় রেখে আজ এস এফ আই রাস্তায় নেমেছে । পুলিশ প্রশাসনের কড়া নজরদারি ছিলো গোটা বিষয়ের ওপর । অন্যদিকে তৃণমূল কংগ্রেসের যখন দলে দলে যোগদান পর্ব চলছে এবং হাজার হাজার মানুষ দূরত্ব বজায় না রেখে যোগদান অনুষ্ঠানে মেতে উঠেছে তখন কোথায় থাকছে তখন পুলিশ প্রশাসন,এই প্রশ্ন তোলা হয়েছে এস এফ আই এর পক্ষ থেকে । আজকের আন্দোলনে ছয় মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু না হলে বৃহত্তর আন্দোলন করবেন এস এফ আই, এমন কথাও বলা হয়।
শিক্ষার দাবি নিয়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখালো এস এফ আই
শিক্ষার দাবি নিয়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখালো এস এফ আই
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram