
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪পরগণা :- ঘটনাটি হাবরা হাই স্কুলের ঘটনা। প্রাক্তন ছাত্রদের অভিযোগ পূর্ত দফতরের পক্ষ থেকে নতুন বিল্ডিং তৈরির জন্য 22 লক্ষ টাকা দেওয়া হয়েছে। সেই মতো স্কুলের সামনে যে অল্প সীমিত জায়গা রয়েছে সেখানেই বিল্ডিং তৈরি করছিল স্কুল কমিটি। তাই নিয়ে ছাত্রদের দাবি স্কুলের পরিবেশ নষ্ট হবে সামনে বিল্ডিং করলে তার জন্য দোতালার উপরে বিল্ডিং করার অনুরোধ করে প্রধান শিক্ষককে, সেইমতো লিখিত ডেপুটেশন জমা দেয় প্রাক্তন ছাত্ররা। এই বিষয়ে প্রধান শিক্ষক জানান স্কুলের এই কাজটি সম্পন্ন পূর্ত দফতরের নিয়ন্ত্রণে আছে। স্কুলের একাউন্টে কোন টাকা আসেনি তাই অস্বচ্ছতার জায়গা নেই। প্রাক্তনীদের অভিযোগ নিয়ে বিবেচনা করার জন্য পূর্ত দপ্তরের এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দায়িত্ব দেওয়া হয়েছে ।



















