নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪পরগণা :- অনলাইনে আর্থিক প্রতারণার বড় চক্রের হদিস পেল সোনারপুর থানা। সোনারপুর থানা এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ১৬ লাখ টাকার বেআইনী ট্রানজাকশান হয়। ব্যাঙ্ক সাথে সাথেই সোনারপুর থানাকে জানায়। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে অস্ট্রেলিয়া থেকে এসেছে এই টাকা। জন লি নামে এক ব্যাক্তি এই ট্রানজেকশন করেছেন । তদন্তে নেমে দুজনকে গ্রেফতার করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কলকাতায় বেশ কিছু অবৈধ কল সেন্টারের হদিস পায় পুলিশ। যাদবপুরের একটি কলসেন্টারে হানা দিয়ে আরও চার জনকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হয় একত্রিশ জনকে । জানা যায় এরা কম্পিউটার সার্ভিস দেওয়ার নাম করে টিম ভিউয়ারের মাধ্যমে নানান ব্যাক্তির ব্যাঙ্কিং তথ্য তারা পাচার করত। তারপর ঘটত আর্থিক প্রতারণা। এর সাথে অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড দেশের লোক যুক্ত বলে জানা গিয়েছে।
অনলাইনে আর্থিক প্রতারণার বড় চক্রের হদিস পেল সোনারপুর থানা।
অনলাইনে আর্থিক প্রতারণার বড় চক্রের হদিস পেল সোনারপুর থানা।
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram