
নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- লেকটাউনে হাতকাটা দিলীপের বাড়ি থেকে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র । পুলিশ সূত্রে খবর গত পরশু লেকটাউন এলাকা থেকে মাদক জাতীয় দ্রব্য নিয়ে গ্রেফতার হয়েছিল দিলীপ ব্যানার্জি ওরফে হাতকাটা দিলীপ। এরপর তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলাকালীন পুলিশ জানতে পারে তার বাড়িতে বেশকিছু অস্ত্রশস্ত্র রাখা আছে। সেইমতো লেকটাউন থানার পুলিশ আজ হাতকাটা দিলীপ কে সঙ্গে নিয়ে,তার বাড়িতে তল্লাশি অভিযান চালায়। সূত্রের খবর দুটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করার পাশাপাশি,12 রাউন্ড গুলিও উদ্ধার হয়। এর আগেও বহুবার গ্রেফতার হয় দিলীপ ,লেকটাউন এলাকার ত্রাস ছিল দিলীপ এমনকি সিপিএম আমলে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল, পরবর্তী সময়ে তৃণমূলের ঘনিষ্ঠ নেতার ছত্রছায়ায় চলে আসে সে। বর্তমানে এক বিজেপি নেতার ঘনিষ্ঠ বলেই রাজনৈতিক মহলের দাবি।



















