নিজস্ব সংবাদদাতা, কোলকাতা :- মুখ্যমন্ত্রী বাড়ির সামনে পুলিশের বন্দুক থেকে গুলি বের হবার ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। বৃহস্পতিবার পুলিশ সূত্রে খবর মুখ্যমন্ত্রী বাড়ির সামনে গুলিবিদ্ধ হয়েছে এক পুলিশ কর্মী। গুরুতর আহত অবস্থায় ওই পুলিশ কর্মীকে এস এস কে ম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি পুলিশ সূত্রে খবর আজ সকালে ডিউটি পরিবর্তন করার সময় ওই পুলিশ কর্মীর বন্দুক থেকে হঠাৎ করে গুলি বের হলে গুরুতর আহত হয়েছেন তিনি। যদিও হাসপাতালের তরফে জানানো হয়েছে, আপতত ওই পুলিশ কর্মী স্থিতিশীল রয়েছে।