আরো একবার টলিউডে শোকের ছায়া। নিজের প্রিয়জন কে হারালেন পরিচালক রাজ চক্রবর্তী। প্রয়াত হলেন পরিচালক রাজ চক্রবর্তীর বাবা। সূত্রের খবর আজ শুক্রবার সকালে তিনি বাইপাসের এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হন। বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন , এর আগেও তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল । ঠিক তার পরই রাজের বাবার করোনা আক্রান্ত হওয়ার খবর নিয়ে জল্পনা সৃষ্টি হয়। যদিও পরিচালক নিজে সোশ্যাল অ্যাকাউন্টে জানান যে তার বাবা নন, বরং তিনি করোনা আক্রান্ত। স্বাস্থ্যবিধি মেনে এরপর সেলফ আইসোলেশন চলে যান রাজ। আজ তাঁর দ্বিতীয় বার করোনা পরীক্ষা হওয়ার কথা। তার মধ্যেই এই দুঃসংবাদ , প্রয়াত হয়েছেন পরিচালক রাজ চক্রবর্তীর বাবা।
সূত্রের খবর শারীরিক অসুস্থতার জন্য বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি, সেখানেই মৃত্যু হয়েছে । জানা গিয়েছে, আজই তার শেষ কৃত্য সম্পন্ন হবে। যেহেতু রাজ নিজে করোনা আক্রান্ত তাই সে ক্ষেত্রে তিনি বাবাকে শেষ বার দেখার সুযোগ পাবেন কি না তা নিয়ে ধোঁয়াশা তৈরী হয়েছে ইতিমধ্যেই।