জলের তলায় রাস্তা, নৌকা করেই চলছে যাতায়াত

জলের তলায় রাস্তা, নৌকা করেই চলছে যাতায়াত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪পরগণা:-▪ ‘নদীর পাড়ে বাস,তাই চিন্তা বারো মাস ‘। বৃষ্টির জলে প্লাবিত রাস্তা অগত্যা নৌকাই ভরসা। গাইঘাটা ব্লকের ঝাউডাঙ্গা পঞ্চায়েতের মেদের মাঠ এলাকার ছবিটা পনেকটা এরকম। প্রায় 45 টি পরিবার পুরো জল বন্দি অবস্থায় আছে অনেকদিন ধরে। রাস্তা, বাড়ি, চাষের জমি সবটাই আজ জলমগ্ন।যাতায়াতের একমাত্র সম্বল নৌকা। রাতে বিপদ হলে কিভাবে তারা যাতায়াত করবে এই ভেবে চিন্তা।কয়েক লক্ষ টাকার পটল ধান পাট আজ জলের তলায় মাথায় হাত এই কৃষি পরিবারগুলোর। সামান্য কিছু শুকনো খাবার ছাড়া সাহায্য মেলেনি তাদের এমনটাই দাবি গ্রামবাসীদের।

প্রত্যেক বছর বর্ষাতেই এই অবস্থা হয় এই মেদের মাঠ এলাকার। স্থানীয় বাসিন্দাদের দাবি পঞ্চায়েতের তরফে পাকা রাস্তা করলে কিছুটা হয়তো এই জল যন্ত্রনার হাত থেকে তারা মুক্তি পাবে। পাশাপাশি আজকের দিনে চাষবাস সমস্ত কিছু জলের তলে হারিয়ে এই কৃষি পরিবারগুলো সহায় সম্বল হীন অবস্থায় রয়েছে।এখন সরকার নজর দেয় কিনা সেই অপেক্ষায় গ্রাম বাসীরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top