
নিজস্ব সংবাদদাতা,কোলকাতা, ৩০শে আগস্ট :ঘোষণা হল বিজেপির যুব মোর্চার রাজ্য কমিটি। রবিবার রাজ্য কমিটি ঘোষণা করলেন বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ। নতুন কমিটিতে যুব মোর্চার সহ সভাপতি হয়েছেন ৬ জন। এ ছাড়া সাধারণ সম্পাদক হয়েছেন ২ জন এবং সম্পাদক হয়েছেন ৫ জন। একুশের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে নতুন কমিটিতে স্থান পেয়েছেন অনুপম হাজরা, তাপস ঘোষের মতো যুব নেতারা।
বিজেপির যুব মোর্চার ২৯ জন জেলা সভাপতির নাম নিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে যে মতান্তর দেখা দিয়েছিল এদিন সে তা খারিজ করে দেন সৌমিত্র খাঁ। তিনি বলেন, “আগে যে তালিকা তৈরি করা হয়েছিল সেই তালিকাই আপাতত বহাল থাকবে। বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দিলীপ ঘোষ পরে তা পরিবর্তন করতে পারেন।” একইসঙ্গে এদিন রাজ্য জুড়ে আগামী ১ মাস ধরে ৭৮ হাজার বুথে যুব মোর্চার কর্মীরা ১ লক্ষ মিটিং করবে বলে জানান সৌমিত্র খাঁ। এ প্রসঙ্গে তিনি বলেন, “১ মাস ধরে রাজ্যের ৭৮ হাজার বুথে ১ লক্ষ মিটিং করবে যুব মোর্চার কর্মীরা।” বুথ স্তরে সেই মিটিং শেষ হলে নবান্ন অভিযান হবে বলেও জানান তিনি।