অভাবের তারণায় আত্মহত্যার চেষ্টা নিউ জলপাইগুড়ি স্টেশনের এক চা-বিক্রেতার ।

অভাবের তারণায় আত্মহত্যার চেষ্টা নিউ জলপাইগুড়ি স্টেশনের এক চা-বিক্রেতার ।

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, নিউ জলপাইগুড়ি :- দীর্ঘ ৬ মাস ধরে চলছে সম্পূর্ণ ও আংশিক লকডাউন। বর্তমান কোরোনা আবহে আনলক পর্ব চালু হলেও ট্রেন পরিসেবা সেভাবে স্বাভাবিক হয়নি। অন্যদিকে, কোরোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার স্বার্থে স্টেশন চত্বরে হকারদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে রেলের তরফে৷কোরোনা আবহে বিক্রি নেই , আতঙ্কে কেউ বাইরের কিছু খেতে চান না।

এমতবস্থায় আর্থিক সংকটে পড়েছেন হকারেরা৷ এমনই এক হকার, নাম তার রাজা। এন জে পি স্টেশন চত্বরে চা বিক্রি করতেন তিনি। কোরোনা আবহে আয় শূন্য৷ শেষ পর্য্যন্ত আত্মহত্যার পথ বেঁছে নিলেন তিনি। গায়ে তেল ঢেলে আগুন ধড়িয়ে দেন নিজেই। যদিও স্টেশন চত্বরে থাকা গাড়ি চালকদের তৎপরতায় প্রাণ বাঁচল তার৷ বর্তমানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন সে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top