নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি:- দুষ্টু পড়ুয়ারা অনেক ক্ষেত্রে পরীক্ষার খাতায় অদ্ভুত অদ্ভুত হাস্যকর উত্তর লিখে থাকে। মূলত দুষ্টুমি করে কিংবা সঠিক উত্তর না জানায় এভাবেই তারা তাদের দুষ্টুমির বহিঃপ্রকাশ ঘটিয়ে থাকে। এবার অন লাইনে ভর্তির তোড়জোড় শুরু হতেই ভর্তি ঘিরেও দুষ্টুমি শুরু।
শিলিগুড়ি কলেজে প্রথম বর্ষে ভর্তির প্রাথমিক তালিকায় এমনই একটি নাম দেখে রীতিমত তাজ্জব হয়ে যায় কলেজ কতৃপক্ষ। কার্টুন চরিত্রে নাম রয়েছে সিনচ্যান নোহারা। পরপর একই নাম দুজনের থাকায় সন্দেহ হয়। তড়িঘড়ি সব দিক খতিয়ে দেখে কলেজ কতৃপক্ষ বুঝতে পারে এটা নেহাতই দুষ্টমি করে কেউ নাম পাঠিয়েছে। নাম দুটি ফাইনাল লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কলেজের প্রিন্সিপাল সুজিত ঘোষ জানান এটা দুষ্টি করেই কেউ এ ধরনের ঘটনা ঘটিয়েছে। এই ঘটনা নিন্দনীয়। সাইবার ক্রাইমে অভিযোগ জানানো হবে।