নিউ দিল্লী : – পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা ও তোপের স্যালুট জানিয়ে দিল্লির লোধি রোড শ্মশানে অগ্নিস্পর্শে চিরবিদায় ‘ভারতরত্ন’ প্রণব মুখোপাধ্যায়। অস্থিভস্ম বিসর্জন করা হয় হরিদ্বারের গঙ্গায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভার্চুয়াল বৈঠকে প্রাক্তন রাষ্ট্রপতির প্রয়াণে শ্রদ্ধা জানায় কেন্দ্রীয় মন্ত্রিসভা। দু’মিনিটের নীরবতা পালন করা হয়। বিবৃতিতে জানানো হয় , জাতির প্রতি তাঁর অবদান প্রশংসনীয়। সরকার ও দেশের পক্ষ থেকে পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ থেকে শুরু করে প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, সরসঙ্ঘচালক মোহন ভাগবত, কেন্দ্রীয় মন্ত্রী এস জয়শঙ্কর, কংগ্রেসের রাহুল গান্ধী, গুলাম নবি আজাদ, অধীররঞ্জন চৌধুরী, সিপিএমের সীতারাম ইয়েচুরির মতো ব্যক্তিত্বরা এদিন ১০ রাজাজি মার্গের বাড়িতে প্রণববাবুর প্রতিকৃতিতে শেষ শ্রদ্ধা জানান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল জগদীপ ধনকারের পক্ষ থেকে শ্রদ্ধা জানান পশ্চিমবঙ্গ সরকারের প্রধান উপদেষ্টা রামদাস মিনা। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রণববাবুকে শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন দলের সাংসদ মহুয়া মৈত্র।