
নিজস্ব সংবাদদাতা, নদীয়া :- ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল। বুধবার কৃষ্ণনগর উত্তর দলীয় কার্যালয়ে সভাপতি আশুতোষ পালের সাথে দেখা করতে আসেন তেহট্ট থেকে আসা কর্মী সমর্থকরা। কিন্তু সভাপতি আশুতোষ পাল তাদের সাথে দেখা না করে অফিস থেকে বেরিয়ে যান । এর ফলেই ক্ষুব্ধ’ কর্মীরা ক্ষোভ উগরে দেন দলীয় কার্যালয়ের সামনে। তাঁদের থামাতে ছুটে আসতে হয় জেলা বিজেপি নেতৃত্বকে। বিক্ষুব্ধ কর্মীদের দাবি, জন্মলগ্ন থেকে তাঁরা বিজেপি করে আসছে অথচ তাঁদের কোনও দলীয় পদ দেওয়া হয়নি। অথচ তৃণমূল থেকে যারা সদ্য বিজেপিতে এসেছেন তাঁরাই দলে প্রাধান্য পাচ্ছে । বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা একরাশ ক্ষোভ উগরে দলীয় কার্যালয় বন্ধ করে দেওয়ার হুমকিও দেন।



















