
নিজস্ব সংবাদদাতা,কোলকাতা, ৬ই সেপ্টেম্বর: একাধিক দাবিতে কলকাতা রেলওয়ে স্টেশনের ঠিকা কর্মচারিরা বিক্ষোভ দেখালেন। রবিবার ঠিকা কর্মচারিদের সভাপতি জানিয়েছেন, লকডাউন শুরু থেকেই ৫০০ বেশি ঠিকা কর্মচারিদের বেতন দেওয়া হচ্ছে না। কলকাতা রেলওয়ে স্টেশনে উচ্চপদস্থ কর্তাদের জানানো হলেও কোন ব্যবস্থা নেওয়া হয় নি। ফলে ঠিকা কর্মচারীদের ৫০০ বেশি পরিবার সমস্যার মধ্যে পড়েছে।