
নিজস্ব সংবাদদাতা, কোলকাতা :- বিধাননগর পৌরনিগমের ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায় কোরোনা আক্রান্ত। দিন কয়েক থেকে শরীরে হালকা জ্বর ছিল। করোনা রিপোর্ট পসিটিভ আসায় গতকাল গভীর রাতে বাইপাসের ধারে হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। তাঁর অসুস্থার খবর শুনে বহু মানুষ তাঁর জন্য প্রার্থনা শুরু করেছেন। তিনি রাজারহাট অঞ্চলের সকলের অভিভাবক হিসাবে পরিচিত , তাঁর এই খবর সকল রাজারহাট বাসিন্দাদের উদ্বিগ্ন করে তুলেছে। তিনি শীঘ্র সুস্থ্য হয়ে ফিরে আসুন এই কামনাই করছে সকলে। তাঁর পরিবার থেকে জানানো হয়েছে তিনি ভালো আছেন।



















