নিজস্ব সংবাদদাতা , কোলকাতা:- সব রাষ্টায়ত্ব শিল্প বেসরকারি করনের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে ও পেট্রোলিয়াম শিল্পকে বেসরকারিকরণের প্রতিবাদে সারা দেশে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে ৭ ই ও ৮ ই সেম্পেম্বর, ধর্মঘটের শেষ দিনে ভারত পেট্রোলিয়ামের গল্ফ গার্ডেনের ইস্টান রিজ ওনাল অফিসের সামনে সিটু ,এ আই টি ইউ সি, এ আই সিসি টি ইউ সহ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গুলির প্রতিবাদ বিক্ষোভ সভা অনুষ্ঠিত হলো ।প্রতিবাদ বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন সিটু নেতা দেবাঞ্জন চক্রবর্তী,সুব্রত দত্ত,দিপক দাশগুপ্ত,বাসুদেব বসু,অমর ভট্টাচার্য,উজ্বল চৌধুরী ও বি পি সি এল এর কর্মচারী আন্দোলনের নেতা গৌরীশঙ্কর শুকুল।উপস্হিত বক্তারা কেন্দ্রীয় সরকারের রাষ্টায়ত্ব শিল্প বেসরকারি করনের সিদ্ধান্তের কড়া সমালোচনা ও নিন্দা করেন।তারা ধন্যবাদ দেন বিপি সিএল এর কর্মীদের ধর্মঘট সফল করার জন্য।
রাষ্টায়ত্ব শিল্প বেসরকারি করনের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি
রাষ্টায়ত্ব শিল্প বেসরকারি করনের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram