
নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদ: সাপ্তাহিক লকডাউন সফল করতে শুক্রবার সকাল থেকেই পথে নেমেছে মুর্শিদাবাদ জেলা পুলিশ, বিনা কারণে বাড়ির বাইরে আসলেই মানুষকে পড়তে হচ্ছে পুলিশি জেরার মুখে। অপরদিকে সকাল থেকেই জেলার চিত্র টা ছিল একদম শুনশান রাস্তা ঘাট থেকে যানবাহন সবকিছুই ছিলো বন্ধ । এমনকি সরকারি নির্দেশ অনুযায়ী বন্ধ ছিলো নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকান সহ সবধরনের বাজার হাটও। সকাল থেকেই জেলার প্রাণকেন্দ্র বহরমপুর শহরের বিভিন্ন এলাকায় চলছে পুলিশের কড়া নজরদারি পাশাপাশি জেলার রানিতলা, কান্দি, ভগবানগোলা, নবগ্রাম ও সাগরপাড়া রেজিনগর সহ জেলার একাধিক থানা গুলিতেই চলছে পুলিশের কড়া নজরদারি ও সব ধরনের জনঘনত্ব পূর্ণ এলাকায় চলছে পুলিশের টহলদারি।



















