কোলকাতা:হেরে যাওয়ার ভয়ে বাংলায় নির্বাচন করছে না তৃণমূল সরকার ‘চা চক্রে’র অনুষ্ঠান থেকে বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রবিবার কলেজ স্কোয়ারে ‘চা চক্রে’র অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে মেদিনীপুরের সাংসদ বলেন, “হেরে যাওয়ার ভয়ে পুরসভার নির্বাচন করছে না তৃণমূল। তারা জানে নির্বাচন করলে বিজেপিতে জিতে যাবে। আর বিজেপি জিতলে বিধানসভা নির্বাচনে দম নিতে পারবে না।”
একইসঙ্গে এদিন রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হন দিলীপ ঘোষ। তিনি বলেন, রাজ্যে আইন-শৃঙ্খলা বলে কিছু নেই, মাফিয়া রাজ চলছে, নারীদের নিরাপত্তা নেই, ১০০-র বেশি বিজেপি কর্মীকে হত্যা করা হয়েছে। সরকার চালাচ্ছে পুলিশ। বিজেপি ক্ষমতায় এলে এই জিনিস হবে না। বিহার, উত্তরপ্রদেশের মতো মাফিয়া রাজ খতম করা হবে।