নিজস্ব সংবাদদাতা ,শিলিগুড়ি:-হাতেগোনা কয়েক দিন পরেই বৈদিক দেবতা বিশ্বকর্মা পুজো। তবে এবার করোনা আবহে গণেশ পূজো বা অন্যান্য পুজোর মতন তেমন কোনো জাঁকজমক এখনো পর্যন্ত লক্ষ্য করা যায়নি বিশ্বকর্মা পূজা উপলক্ষে। সংক্রমণ কালে হাতেগোনা কয়েকটি মূর্তি তৈরি করছে এবার মৃৎশিল্পীরা। এদিন শিলিগুড়ির কুমারটুলিতে বিশ্বকর্মা প্রতিমা তৈরি করতে চরম ব্যস্ততার লক্ষ্য করা গেলেও মৃৎশিল্পীদের মধ্যে। কুমারটুলি সদস্যদের আশা সংক্রমণ কাটলে পুরনো বছরের মতই মূর্তি তৈরি করতে আরো বেশি ব্যস্ত হয়ে পরবেন তারা শুধু সংক্রমণ বিদায়ের আশায় দিন গুনছেন কুমারটুলি শিল্পীরা।