নিজস্ব সংবাদদাতা,কোলকাতা:- আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭০ তম জন্মদিবস পালিত হল কলকাতায়। কলকাতায় বিজেপির রাজ্য দফতরে মিষ্টি বিতরণ করে জন্মদিন পালন করেন বিজেপি নেতারা। এ দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা, বিজেপি নেতা নারায়ণ চট্টোপাধ্যায়।
পাশাপাশি ভগবান রামচন্দ্রের ক্ষীরের মূর্তি করা হয়েছে প্রধানমন্ত্রীকে দেওয়ার জন্য। এ প্রসঙ্গে রাহুল সিনহা বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে। সেই জন্য বঙ্গ বিজেপির পক্ষ থেকে ভগবান রামচন্দ্রের ক্ষীরের মূর্তি করা হয়েছে প্রধানমন্ত্রীকে দেওয়ার জন্য। প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে এলে তাঁর হাতে এই মূর্তি তুলে দেওয়া হবে।” প্রসঙ্গত, এই রাম মূর্তিটি ২ কেজি ৭০০ কিলোগ্রাম ক্ষীর দিয়ে তৈরি করা হয়েছে।