নিজস্ব সংবাদদাতা,আসানসোল:- এবার বলি ষ্টার সুশান্ত সিং রাজপুতের মোমের মূর্তি বানানো হলো।দেশে বিদেশে সেলেব দের মোমের মূর্তি বানানোর ঘটনা নতুন কিছু না। এবার সেই তালিকায় ‘অনস্ক্রিন এম এস ধোনি’র নাম যুক্ত হলো। সুশান্ত সিং রাজপুতের এর মোমের মূর্তির উন্মোচন হল আসানসোলের মহিশীলার সুকান্ত রায়ের মিউজিয়ামে ।আসানসোল মহিশীলার বাসিন্দা সুকান্ত রায় ,এর আগেও বিভিন্ন গুনি ব্যক্তিদের মূর্তি তৈরী করেছেন।এবারে তিনি সদ্য প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মূর্তি বানিয়ে তার মিউজিয়ামে সাজিয়ে রাখছেন।
শিল্পী সুকান্ত রায় বলেন,আগামী দিনে যদি সুশান্ত সিং রাজপুতের পরিবার এধরনের মূর্তি বানাতে চান তা হলে তিনি নিজে তা তৈরি করে দেবেন।