যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার, ত্রিকোন প্রেম না পুরানো শত্রু তদন্তে পুলিশ

যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার, ত্রিকোন প্রেম না পুরানো শত্রু তদন্তে পুলিশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

উত্তর ২৪পরগণা: সোমনাথ আর লোকনাথের পাশাপাশি বাড়ি। সোমনাথের অনুপস্থিতিতে লোকনাথের অবৈধ প্রনয় সামনা-সামনি ধরে ফেলে। এরপর থেকই আক্রোশ বাড়তে থাকে সোমনাথের। সোমনাথ বন্ধুদের নিয়ে মদের আসড় বসিয়ে লোকনাথা কে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। এরপরে সড়াসড়ি বুকে গুলি চালায়। তারপর মুড়াগাছা ঝিলের কাছে দেহ ফেলে যায়। পথচলতি মানুষ মৃতদেহ দেখতে পেয়ে পুলিশ কে খবর দেয়। পুলিশের অনুমান সোমনাথের স্ত্রির সাথে লোকনাথের অবৈধ প্রনয়, সোমনাথ বুঝতে পেরেই গুলি করে খুন করে লোক নাথ কে।ঘোলার আজাদহিন্দ নগরে খুনের ঘটনায় পুলিশ পাঁচজন কে আটক করলো। এদের মধ্যে দুজন মহিলা আছেন। এদের কে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে ঘোলা থানার তদন্তকারী অফিসাররা। তবে এই ঘটনায় মৃত লোকনাথ দাসের পরিবার আটজনের নামে ঘোলা থানায় অভিযোগ করেছে। এদের মধ্যে পুলিশ তিনজন কে আটক করলে মুল অভিযুক্ত সোমনাথ এখনো ফেরার।

উত্তর ২৪ পরগণা জেলার আগরপাড়া আড়াই নম্বর আজাদহিন্দ নগরের বাসিন্দা লোকনাথ দাস(২৭) ওরফে লোকু কে গতকাল মধ্যরাত্রে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গুলি করে খুন করা হয়। লোকনাথ পেশায় মৃৎশিল্পী ছিল, বাড়ি বসে ঠাকুর বানাতো। আজ বেলার দিকে কল্যাণী হাইরোড এর উপর বুকের উপর গুলিবিদ্ধ অবস্থায় লোকনাথের মৃতদেহ উদ্ধার হয়। গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। খুনের সন্দেহে এক যুবক কে বেধরক গনো ধোলাই শুরু করে স্থানিয় বাসিন্দারা।ঘোলা থানার পুলিশ এসে তাকে উদ্ধার করে। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী। ঘটনার তদন্তে নেমে পুলিশ দুইজন কে আটক করেছে। ত্রিকোন প্রেম না পুরানো শত্রুতার জেড়ে খুন তার তদন্তে ঘোলা থানার পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top