নিজস্ব সংবাদদাতা, কোলকাতা:- গণতন্ত্র ও সংবিধান হত্যাকারী এবং কৃষক বিরোধী বিজেপি সরকারের বিরুদ্ধে তৃণমূল মহিলা কংগ্রেস তরফে গান্ধী মূর্তি পাদদেশে চলছে অবস্থান। মঙ্গলবার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জন্য সবসময় আন্দোলন করেছেন। কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী আইনের প্রতিবাদে সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মুখ্যমন্ত্রী নির্দেশে আজ সারাদিন গান্ধী মূর্তির পাদদেশে মহিলা তৃণমূল কংগ্রেসের অবস্থান চলবে। প্রসঙ্গত গতকালই মুখ্যমন্ত্রী নবান্নে সাংবাদিক বৈঠকে বলেছেন রাজ্যের সকল মানুষকে জোট বাঁধতে হবে কেন্দ্রীয় সরকারের অন্যায়ের বিরুদ্ধে এক হয়ে লড়াই করতে হবে। সেই কথাকেই মান্যতা দিয়ে আজ মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি।