
নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদ:- যদিও সম্পূর্ণ লকডাউন উঠে গিয়ে আনলক ৪ চলছে সর্বত্র আর সেখানেই আগের থেকে শিথিল হয়েছে অনেক বিধি নিষেধ। কিন্তু তার মাঝেও প্রত্যেক দিনের করোনা আক্রান্তের সংখ্যা নিঃসন্দেহে চিন্তা বাড়াচ্ছে সরকার তথা প্রশাসনের। এবার মুর্শিদাবাদে আবারো বাড়লো আক্রান্তের সংখ্যা।মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত সিজগ্ৰাম গ্রাম পঞ্চায়েতের এক কর্মচারীর করোনা ধরা পরেছে বলে সূত্রের খবর । রিপোর্ট পজিটিভ আসার পরই সঙ্গে সঙ্গে তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে । তিনি এন এস পথের কর্মী বলে জানা গেছে । এরপরই গোটা পঞ্চায়েত এবং সংলগ্ন এলাকা ভালো করে স্যানিটাইজার করার কাজ শুরু হয়েছে।


















