কোচবিহার: কোচবিহারের কুশিয়ারবাড়ি সংলগ্ন এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনার কবলে পড়ে পুলিশের গাড়ি। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায় এদিন আনুমানিক সকাল ৬ টা নাগাদ কুশিয়ারবাড়ি সংলগ্ন এলাকায় নয়নজুলিতে পুলিশের একটি ছোট গাড়ি পড়ে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় এক পুলিশ কর্মী সহ গাড়িতে থাকা তিনজনের , আরো বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বলে জানা যায়, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় প্রধাননগর থানার পুলিশের গাড়ি সাহেবগঞ্জ থানা থেকে ফেরার পথে এদিন এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনায় চারজনের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে দুর্ঘটনা গ্রস্ত গাড়িটি উদ্ধার করে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মর্মান্তিক পথ দুর্ঘটনার কবলে পুলিশের গাড়ি
মর্মান্তিক পথ দুর্ঘটনার কবলে পুলিশের গাড়ি
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram