খুলে দেওয়া হলো শহরের একমাত্র বিনোদন কেন্দ্রস্থল ইসলামপুর পার্ক

খুলে দেওয়া হলো শহরের একমাত্র বিনোদন কেন্দ্রস্থল ইসলামপুর পার্ক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

উত্তর দিনাজপুর: বৃহস্পতিবার খুলে দেওয়া হলো শহরের একমাত্র বিনোদন কেন্দ্রস্থল ইসলামপুর পার্ক। রাজ্য বন দপ্তরের নির্দেশে সমস্ত রকমের করোনা বিধিকে মান্যতা দিয়ে এদিন ইসলামপুর পার্ক খুলে দেওয়া হয়েছে। করোনা সংক্রমনের জেরে গত ১৭ মার্চ ইসলামপুর পার্ক বন্ধ করে দেওয়া হয়েছিল। পরিস্থিতি কতটা স্বাভাবিক হয়েছে সেবিষয় স্বাস্থ্যদপ্তর জানাবে। তবে এই পরিস্থিতিতে গতকাল পর্যন্ত ছয় লক্ষ টাকা ক্ষতি স্বীকার করার পর এই মুহূর্তে করোনা বিধি মেনে ইসলামপুর পার্ক খোলা রেখে পরিচালনা করা কর্মীদের কাছে যথেষ্টই চ্যালেঞ্জের বলে দাবী করেছেন বন দপ্তরের আধিকারিকের পাশাপাশি কর্মীদেরও। তবে এই মুহূর্তে ইসলামপুর পার্ক খোলার খবর বাসিন্দাদের মধ্যে খুশীর বাতাবরণ লক্ষ্য করা গিয়েছে।

এদিনের বৃষ্টিমুখর দিনেও বাসিন্দাদের একাংশদের পার্ক মুখী হতে দেখা গিয়েছে। তবে পার্কে প্রবেশের ক্ষেত্রে বেশকিছু নিয়ম বন দপ্তরের তরফে রাখা হয়েছে। পার্কে আসা বাসিন্দাদের প্রথমে থার্মাল গান দিয়ে টেম্পারেচার মাপা হবে। যার টেম্পারেচার নর্মাল থাকবে তাঁকেই পার্কে প্রবেশের টিকিট মিলবে এবং তারপর গেটে থাকা কর্মীর কাছ থেকে সানিটাইজ করার পরই পার্কে প্রবেশের অনুমতি মিলবে। এছাড়াও নো মাস্ক নো এন্ট্রি স্লোগানকে সামনে রেখেই কর্মীরা কাজ করবে বলে জানিয়েছেন শিলিগুড়ি রেঞ্জের রেঞ্জ অফিসার মানব চক্রবর্তী। এছাড়াও মানব বাবু জানিয়েছেন, পার্কের ভেতরে সচেতনতামূলক বিভিন্ন পোস্টার রাখা হয়েছে। পাশাপাশি সামাজিক দুরত্বের বিষয়টিও গুরুত্ব সহকারে দেখা হবে। এছাড়াও আইসোলেশন রুম করা হয়েছে। যদিও কেউ করোনা বিধি না মানেন তার বিরুদ্ধে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top