অবশেষে কাটল জটিলতা, শনিবার ও রবিবার বসবে ফুটপাতের হাট

অবশেষে কাটল জটিলতা, শনিবার ও রবিবার বসবে ফুটপাতের হাট

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: জেলার সব দোকান বাজার শপিং মল খুললেও জটিলতা কাটছিল না মঙ্গলা হাট খোলা নিয়ে।বিশেষ করে ফুটপাতের হাট নিয়ে।অবশেষে জটিলতা কাটল।শনিবার ও রবিবার রাত থেকে দুপুর বারোটা পর্যন্ত ফুটপাতে ব্যবসা করা যাবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় ব্যবসায়িদের।এই সিদ্ধান্তে খুশী ব্যবসায়ীরা।
হাট খোলা নিয়ে আন্দোলন শুরু করেছিলেন ফুটপাতের ব্যবসায়ীরা।সোমবার ও মঙ্গলবার হাট আগের মত বসতে দিতে হবে বলে আন্দোলন শুরু হয়েছিল।আজ জেলা শাসকের কাছে ডেপুটেশন দেবার জন্য বঙ্কিম সেতুর নিচে জমায়েত হয়।পুলিশ যদিও তাদের আটকে দেয়।এরপর দুজন প্রতিনিধি কমিশনারের সাথে কথা বলেন।সেখানে শনিবার ও রবিবার নির্দিষ্ট সময়ে হাট বসার সিদ্ধান্ত নেওয়া হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top