নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর: ইমাম এবং মোয়াজেম দের ভাতা আড়াই হাজার টাকা হলে পুরোহিতদের ভাতা আড়াই হাজার টাকা নয় কেন? পুরোহিতদের ভাতা আড়াই হাজার টাকা করার দাবিতে আজ বিজেপি নেতৃত্ব বিপ্রসমাজ কল্যান সমিতির পক্ষ থেকে রায়গঞ্জ বেসরকারি বাস ষ্ট্যান্ডের সামনে রাজ্য সড়ক অবরোধ করে।
ইমাম মোয়াজ্জেমদের আড়াই হাজার টাকা ভাতা রাজ্য সরকার আগেই ঘোষনা করেছিল। সম্প্রতি পুরোহিতদের এক হাজার টাকা ভাতা ঘোষনা করেছে।বিজেপি জেলা সভাপতি তথা বিপ্রসমাজ সমিতির নেতা বিশ্বজিৎ লাহিড়ীর অভিযোগ,রাজ্য সরকার সংস্কৃতিক বিষয় তুলে দিয়েছে।ফলে পুরোহিত সমাজের সন্তানরা সংস্কৃতিক ভাষা শিক্ষা থেকে বঞ্চিত। অবিলম্বে পুরোহিতদের আড়াই হাজার টাকা চালু করা দাবিতে তাদের এই পথ অবরোধ বলে জানিয়েছেন বিশ্বজিৎবাবু।